পটিয়া পুরাতন থানা হাটের জায়গা দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা সড়ক মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ

বিলুপ্ত পটিয়া পুরাতন থানা হাটের ব্যক্তি মালিকানা জায়গায় স্থাপনা নির্মাণের প্রতিবাদে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত লোকজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পটিয়ার বাহুলী মৌজায় ২৫-৩০ বছর আগে পুরাতন থানার হাটটি বসতো। জেলা প্রশাসক স্থানীয় লোকজনের কাছ থেকে দানপত্রমূলে নিয়ে ওইস্থানে বাজার বসিয়েছিল। কিন্তু সময়ের বিবর্তনে পুরাতন থানার হাটটি বিলুপ্ত হয়ে গেলে জেলা প্রশাসন হাটের ওইসব জমি ২০০৪ সালে মূল মালিকদের ফিরিয়ে দেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ হাটের জায়গা নিজেদের দাবি করে জেলা প্রশাসনের আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায়। উচ্চ আদালতে পৌর কর্তৃপক্ষ হেরে গিয়ে আপীল বিভাগের দ্বারস্থ হন। গত ১৫ ফেব্রুয়ারি আপিল বিভাগে পুরাতন থানার হাটের ওই স্থানে বাস্তবে বাজার বসে কিনা জেলা প্রশাসককে সরেজমিনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি থেকে পৌর কর্তৃপক্ষ আপীল বিভাগকে বিভ্রান্ত করে রায় নিজেদের পক্ষে নেয়ার জন্য বিলুপ্ত পুরাতন থানার হাটের ব্যক্তি মালিকানাধীন ওই জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পৌর মেয়র জামায়াত-শিবিরের রাজনীতি করতেন। বিএনপি-জামায়াতের ক্যাডারদের সাথে তার সখ্যতা রয়েছে। এখন নব্য আওয়ামী লীগ সেজে স্থানীয় লোকজনের জমি দখল করার পাঁয়তারা শুরু করেছেন। তারই অংশ হিসেবে বিলুপ্ত পুরাতন থানার হাটের ব্যক্তি মালিকানাধীন জায়গায় সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রের মহড়া বসিয়ে স্থানীয় কাউন্সিলর বিএনপি নেতা খোরশেদ গণি ও সফিউল আলম নতুন করে বাজারের স্থাপনা নির্মাণ করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ইব্রাহীম, ক্ষতিগ্রস্ত ভূমি মালিক হাজী আবদুস সবুর, আবু মোহাম্মদ প্রমুখ।

শেয়ার করুন