অভিভাবক সমাবেশে মেয়র
স্কুল, কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা কি করে অভিভাবক খোঁজ নিতে হবে

অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম : স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ক্লাসের সময় বিভিন্ন পার্ক, বিনোদনকেন্দ্রগুলোতে দেখা যায়। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহবান জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রবিবার (১৮ নভেম্বর) সকালে ঈদগাঁ বৌ বাজার চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান মেয়র।

মেয়র আরো বলেন, স্কুল সময়ে সন্তানরা স্কুলে না গিয়ে অন্য কোথাও অবস্থান করছে কিনা তার খোঁজখবর নিতে হবে।

তিনি বলেন, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অসৎ সঙ্গে মেশার কারণেই কিশোর অপরাধের মত ঘটনা ঘটছে। অভিভাবকদের পর্যবেক্ষণ ও অসচেতনতার কারনে অল্প বয়সের অনেক ছেলেমেয়ে বিপথে চলে যাচ্ছে। সময় থাকতে মনিটরিং না করলে এই বিপদ থেকে মু্ক্তি পাওয়া যাবে না।

অনুষ্ঠানে লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। হাবিবুর রহমান জাবেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন একেএম ফজলুল হক, আবু জাফর, কাউন্সিলর এসএম এরশাদ উল্লাহ, হালিশহর থানার ওসি ওবায়দুল হক, রায়হান ইউসুফ, কিরণ শর্মা, রুবেল আহমেদ বাবু, তাহমিনা আফরোজ, সানজিদা হোসেন, আলফাতুন নুর, মাকসুদুর রহমান মাসুদ, লুৎফুর রহমান সাগরসহ আরও অনেকে।

শেয়ার করুন