কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী’ নিহত

প্রতীকী

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছে। তাদের ‘সন্ত্রাসী’ বলছে স্থানীয় সংবাদমাধ্যম।

শুক্রবার (২৩ নভেম্বর) সকালে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে অনন্তনাগের বিজবেহারা এলাকার একটি জঙ্গলে সন্ত্রাসীদের ‘গোপন আস্তানায়’ নিরাপত্তা বাহিনী অভিযানে গেলে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

অভিযানের পর ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি তল্লাশি চলছে।

তিন দিন আগে সোপিয়ান জেলায় আরও চার ‘সন্ত্রাসী’ নিহত হয়। ওই সময় ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারান এক সৈন্যও। আহত হন আরও তিন সৈন্য।

কাশ্মীরকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা সন্ত্রাসীদের দায়ী করে থাকে নয়াদিল্লি। যদিও পাকিস্তান পাল্টা দাবি করে, কাশ্মীরের ‘স্বাধীনতাকামীদের দমন-পীড়ন’ করে আসছে ভারতীয় বাহিনী।