জামায়াতের ৮ নেতা গ্রেফতার, ৭ পেট্রোল বোমা উদ্ধার

গ্রেফতার

রংপুর : রংপুরে নাশকতার পরিকল্পনার সময় গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর থানা আমীর ওয়াজেদ আলী শাহ্কেসহ (৬১) আট সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৈঠকস্থল থেকে সাতটি পেট্রোল বোমা, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক আহসান হাবীব।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুরের একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার সকালে নগরীর দামুদরপুর লাবুর মিল বাজার এলাকায় অভিযান চালায়। এতে গোপন বৈঠক পরিচালনার সময় জামায়াতে ইসলামীর রংপুরের সাতগাড়া থানা আমীর ওয়াজেদ আলী শাহ (৩১), মধ্যপীরজাবাদ রহমতপাড়ার এরশাদুল হক (৩৬), রফিকুল ইসলাম (৬০), মতিয়ার রহমান (৫২), দামদুরপুর এলাকার মোজাম্মেল হক (৬০), রেদওয়ানুল হক (৩৮), মেরাজুল ইসলাম (৩০) এবং আব্দুল করিমকে (৬০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সাতটি পেট্রোল বোমা, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার হয়েছে।

আহসান হাবীব আরো বলেন, ওয়াজেদ আলী শাহের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নেতারা জানিয়েছে, তারা সাত/আট বছর ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ তরুণদের উদ্বুদ্ধকরণ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহের কাজ করার কথা স্বীকার করেছেন।

শেয়ার করুন