চলে গেলেন বাউল শিল্পী সাহানা

বাউল শিল্পী সাহানা

এক দশক আগে এটিএন নির্মাণ তারকা ও সুনামগঞ্জের আমজনতার প্রিয় বাউল শিল্পী সাহানা আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর।

রবিবার (২৫ নভেম্বর) ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। তিনি সুনামগঞ্জ শহরের হাসননগরের বাসিন্দা।

বৃহত্তর সিলেটে বিয়ের গানের শিল্পীদের মধ্যে অগ্রজ ছিলেন তিনি। বিয়ের গানের মধ্য জনপ্রিয় গান ‘কালা বাইঙ্গনের ধলা ফুল/ রুমালে গাতিয়া তোল’ তার তুমুল জনপ্রিয় বিয়ের গান।

বাউল সাহানা এক দশক আগে এটিএন নির্মাণ তারকা হয়েছিলেন। এর সুবাদে বৃহত্তর সিলেটের এই বাউল শিল্পীকে দেশের মানুষ চিনতে পারে। বাউল সাহানার প্রায় অর্ধ শতাধিক গানের ক্যাসেট রয়েছে। গ্রামের আসরে বাউল গানের তুফান তুলে তিনি সাধারণ মানুষের মন জয় করেছিলেন।

শিল্পী সাহানার মৃত্যুতে শোক জানিয়েছেন সাধারণ মানুষের শিল্পীরা। তারা তার আত্মার শান্তি কামনা করেছেন।