রামুতে কমল সমর্থকদের কলাগাছ প্রতিবাদ

রামুতে কমল সমর্থকদের কলাগাছ প্রতিবাদ

‘বহিরাগত’ প্রার্থীকে ‘ঠেকাতে’ এবং সাইমুম সরওয়ার কমলকে মনোনয়ন দিতে রামুসহ গর্জনিয়া কচ্ছপিয়ার বিভিন্ন স্থানে কলাগাছ রোপন করে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার সমর্থক।

রোববার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের মনোয়ননে কমলকে বাদ দিয়ে জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দীন বাবলুকে কক্সবাজার-৩ আসনে প্রার্থী করার খবর ছড়িয়ে পড়ে। এতে কমলের সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। পরে জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দীন বাবলুকে ঠেকানো ঘোষণা দিয়ে কমলকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে প্রধান সড়ক বিভিন্ন স্থানে কলাগাছ রোপন করে। একই সাথে কলাগাছ নিয়ে বিক্ষোভ করে।

রামু উপজেলার কচ্ছপিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার জানান, দুপুরের দিকে সাইমুম সরওয়ার কমলের সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়ে। এই খবর শোনার সাথে সাথে অনেক সমর্থক রাস্তায় নেমে পড়ে কলাগাছ নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা জিয়া উদ্দী বাবলুকে ঠেকানোর ঘোষণা ও সাইমুম সরওয়ার কমলকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। একই সাথে কমলে সমর্থনে প্রধান সড়ক বিভিন্ন স্থানে একযোগে কলাগাছ রোপন করে। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-৩ আসন সাইমুম সরওয়ার কমলকে বাদ দিয়ে জাতীয় পার্টির জিয়া উদ্দীন বাবলুকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত জিয়া উদ্দীন বাবলু এই আসনে নির্বাচন করতে অনাগ্রহ প্রকাশ করছে বলে জানা গেছে। তাই এখন পর্যন্ত এই আসনে বাবলুর প্রার্থী হওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়নি। ফলে বিষয়টি এখনো ঝুলে রয়েছে। তবে হিসাব পাল্টে গেলে শেষ পর্যন্ত মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করতে পারে সাইমুম সরওয়ার কমল- এমনটি দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।