সুনামগঞ্জ ৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাংসদ পীর মিসবাহ

সুনামগঞ্জ ৪ আসনে সাংসদ পীর মিসবাহ

আগামী একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সোমবার (২৬ নভেম্বর) দুপুরের পর ঢাকা থেকে সুনামগঞ্জ ফিরলে জেলা পরিষদের রাস্তার সামনে মিলিত হয়ে নেতাকর্মী নিয়ে শহরে শো-ডাউন করে শহরের হাসননগরস্থ বাসায় যান সুনামগঞ্জ-৪ আসনে সাংসদ অ্যাডঃ পীর ফজলুর রহমান মিসবাহ।

পরে নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে অ্যাডঃ পীর ফজলুর রহমান মিসবাহ বক্তব্য বলেন, সুনামগঞ্জের মাটি লাঙ্গলের ঘাঁটি। কারণ এই সুনামগঞ্জের ৪ আসনের মানুষ লাঙ্গল প্রতীক ছাড়া কোথাও ভোট দেয়নি আর বর্তমানে দেবেও না।

তিনি আরো বলেছেন, ২০০৮ সালে মহাজোটের প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আমরা সবাই মিলে বিপুল ভোটে বিজয়ী করেছিলাম এবং আগামী একাদশ জাতীয় ও নির্বাচনে সুনামগঞ্জ সদর ৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে, আমার বিশ্বাস অতীতে সকল বাধা বিপত্তি পেরিয়ে এই এলাকার মানুষ যেমন লাঙ্গল প্রতীকে বিজয়ী করেছে ঠিক তেমনি আমাকেও বিজয়ী করবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, হাজী হেলাল প্রমুখ।