থানায় ঢুকে চাঁদাবাজি, গ্রেফতার ৩

থানায় ঢুকে চাঁদাবাজি

চট্টগ্রাম: পটিয়া থানায় ঢুকে অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- শাহেদুল ইসলাম সাগর (৩০), রতন বড়ুয়া (৪৩) ও তাদের গাড়িচালক আনোয়ার হোসেন (৩৩)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, মঙ্গলবার বিকেলে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদারের কাছে ‘অনলাইন টেলিভিশন সিটিজি ক্রাইম টিভি’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হলে সাংবাদিক পরিচয় দেওয়া তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে প্রভোক্স জিএল ব্র্যান্ডের ‘সিটিজি ক্রাইম টিভি’র স্টিকার লাগানো একটি প্রাইভেট কার, আইডি কার্ড, ভিডিও ক্যামেরা, মোবাইল এবং বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, সিটিজি ক্রাইম টিভি পরিচয় দিয়ে বিভিন্ন সময় পটিয়া পৌরসভায় ব্যবসায়ীদের কাছেও গিয়ে ফেসবুক ও ইন্টারনেটে ছবি ছেড়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন