প্রচারনা শুরু ১০ ডিসেম্বর, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

নির্বাচন কমিশন কার্যালয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচারনা শুরু করত অপেক্ষা করতে হবে ১০ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রার্থিতা দাখিলের শেষ দিন আজ বুধবার। আগামীকাল বৃহস্পতিবার থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পুরণ করে জমা দেওয়া যাবে। এবারই প্রথম বারের মতো সরাসরি নির্বাচন অফিসে না গিয়েও অনলাইন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিতে পারবেন প্রার্থীরা।

তবে মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থীরা এখনই নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এজন্য তাঁদের আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওইদিন নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর প্রার্থীরা প্রচার চালাতে পারবেন, ভোট চাইতে পারবেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

শেয়ার করুন