খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা

.

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি ইউনিট চেয়ারম্যান ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিটের ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি প্রতিদিন ডটকম সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মো: শানে আলম, আজীবন সদস্য নুরুন্নবী চৌধুরী ও মোহাম্মদ জাফর আহম্মেদ সওদাগর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কংজরী চৌধুরী বলেন, রেড ক্রিসেন্ট এখন ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে। সভা শুরুর আগে বিগত বছরে ইউনিটের প্রয়াত আজীবন সদস্যদের আত্মার সদগতি কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়।

খাগড়াছড়ি ইউনিটে মোট সদস্য সংখ্যা ৮০৮জন। কোরাম সঙ্কট থাকায় বার্ষিক সাধারণ সভা মূলতবি করে (২ ডিসেম্বর) বিকেল ৩টায় আবারও সভার আহ্বান করেন সভাপতি কংজরী চৌধুরী।