কক্সবাজারের ৪টি আসনে ৪ জনের মনোনয়ন বাতিল

কক্সবাজার

খাঁন মাহমুদ আইউব: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীতা যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এতে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এসময় জেলা রিটার্নিং অফিসার, কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল অাফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাচাই বাছাইয়ের নির্ধারিত দিন রবিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উক্ত ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেন রিটানিং অফিসার জেলা প্রশাসক মো.কামাল হোসেন। কর ফাঁকি ও সম্পদের বিবরণী জমা না দেয়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মুহিব উল্লাহ, প্রার্থীর পক্ষে নেয়া স্বাক্ষরে জালিয়াতির অভিযোগে মহেশখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর ছিদ্দীক, অসম্পূর্ণ আবেদনের কারনে কক্সবাজার-৩(কক্সবাজার সদর- রামু) আসনে কক্সবাজার পৌর আ.লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম এবং কক্সবাজার-৩ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।