ভুয়া দুদক কর্মকর্তা আটক নরসিংদীতে

ভুয়া দুদক কর্মকর্তা আটক নরসিংদীতে

এম. লুৎফর রহমান (নরসিংদী) : ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত মোঃ লিটন (৪০) পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের সালাউদ্দিনের ছেলে।

বুধবার (৫ ডিসেম্বর) ভোরে পাঁচদোনা মোড় হতে তাকে আটক করা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের ওসি তদন্ত বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক রুপণ কুমার সরকার জানান, বেশ কিছুদিন যাবৎ পাঁচদোনা এলাকায় পুলিশ ও দুদক কর্মকর্তা পরিচয়ে অভিনব কায়দায় পাঁচদোনা মোড়ে মোটর সাইকেল চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে ছায়া তদন্তে নামে গোয়েন্দা পুলিশ এবং আটক করে লিটনকে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপকটে স্বীকার করেছে অপকর্মের কথা। তিনি আরো বলেন, সে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর দিয়ে দুদকের পরিচালক শহীদুজ্জামান পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা হাতিয়ে নিত এবং সে মোটরসাইকেল চুরি করত। তার কাছ থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।