নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা
কারাবন্দি শাহাদাতকে ভোটে জয়যুক্ত করার আহবান জানালেন নাজিম

চট্টগ্রাম-৯ আসনে কারাবন্দি ডা. শাহাদাতের ধানের শীষের পক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এ এম নাজিম উদ্দিন।

চট্টগ্রাম : কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেছেন, নির্বাচনে প্রত্যেক দল সমান সুযোগ পাবে নির্বাচন কমিশনের এমন প্রতিশ্রুতির পরও চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। এখনো পুলিশ প্রশাসন সম্পূর্ণ সরকারী দলের নিয়ন্ত্রণে কাজ করছে। বিএনপি নেতাকর্মীদের নামে নতুন মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি অব্যাহত রেখেছে। সরকারী দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি ভংগ করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না না।

সোমবার (১০ ডিসেম্বর) বিকালে আমিরবাগ আবাসিক এলাকায় চট্টগ্রাম-৯ আসনে ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ডা. শাহাদত হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে চট্টগ্রামবাসীর নিকট পরিচিত। সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে। অবিলম্বে কারাবন্দি ডা. শাহাদাত হোসেনর মুক্তির দাবী জানান।

তিনি আরো বলেন, কারাবন্দি ড. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণা ১১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন থেকে শুভ উদ্বোধন করা হবে। জামাল খান ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু হবে। সকাল ১১ টায় ৯ সংসদীয় আসনের প্রধান কার্যালয় নাসিম ভবনে কোরআন খতম ও বাদে জোহর দোয়া
মাহফিল অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, উপদেষ্টা জাহিদুল
করিম কচি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সম্পাদকবৃন্দ জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, ডা. এস এম সরওয়ার আলম, হাজী নুরুল আকতার, শহিদুল ইসলাম শহীদ, আবদুল নবী প্রিন্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চকবাজার থানা সভাপতি সাইফুর রহমান বাবুল, এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিল এম এ মালেক, আবদুল ওয়াহাব কাসেমী, নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহ গ্রাম সরকার সম্পাদক সালাহ উদ্দিন লাতু, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা, চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গির আলম, নগর বিএনপির সদস্য মো. জাকির হোসেন, মনজুর কাদের মিন্টু, এডভোকেট তারিক আহমেদ, আলমগীর আলী, বিএনপি নেতা কাউন্সিলর ইসমাইল বালি, জামাল আহমেদ, খন্দকার নুরুল ইসলাম, আবদুল্লাহ আল ছগীর, আলা উদ্দিন আলী নূর, মনজুর আলম মনজু, খায়রুজ্জামান জুনু, সৈয়দ আবুল বশর, জাহিদ উল্লাহ রাশেদ, সাদেকুর রহমান রিপন, জসিম মিয়া, সাব্বির আহমেদ, নগর যুবদল সহ-সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন