ধর্মঘট অবৈধ, লাইসেন্স বাতিল নির্দেশনা চেয়ে আদালতে রিট

ঢাকা : আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের অব্যাহত ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন ‍আইনজীবী।

রিটে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কে গণপরিবহন চাওয়া হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে যেসব যানবাহন রাস্তায় নামবে না সেসব যানবাহনের লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে।

রিটে স্বরাষ্ট্রসচিব, নৌসচিব ও আইজিপিসহ ১৭ জনকে বিবাদী করা হয়েছে।

বুধবার (১ মার্চ) এ রিট আবেদন দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ। তিনি বলেন, রিটে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হয়। এ ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। এরই মধ্যে ঢাকার সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাক চালক মীর হোসেনের ফাঁসির রায় হয়। এ নিয়ে সোমবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়।

শেয়ার করুন