সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে: আমির খসরু

.

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারাদেশে এখন ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। বিএনপিকে মানুষ হৃদয় থেকে গ্রহণ করেছে। ডা. শাহাদাত হোসেনকে সরকার অন্যায়ভাবে জেলে বন্দি করে রেখেছে। সে জেল থেকেই নির্বাচনে প্রার্থী হয়েছে। মানুষের
ভালবাসায় ডা. শাহাদাতের জনপ্রিয়তা সবাইকে ছাড়িয়ে যাবে। পুলিশ প্রশাসনের হামলা, মামলা ও নির্যাতনকে উপেক্ষা করে ভয়কে জয় করে চট্টগ্রাম-৯ আসনের মানুষ শাহাদাতের পক্ষে ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর আমাদের বিজয় হবেই।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমভবনে চট্টগ্রাম-৯ আসনের ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সরকার শত জুলুম নির্যাতন করেও বিএনপিকে দমাতে পারেনি। বিএনপি এখন অনেক শক্তিশালী রাজনৈতিক দল। জ্বলে পুড়ে এখন খাঁটি সোনায় পরিণত হয়েছে। আমরা কেউ এখন নেতা নয়, সবাই এক একজন
তৃণমূলের কর্মী। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে।

তিনি অবিলম্বে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহ-সভাপতি ইকবাল চৌধুরী, কেন্দ্রীয় যুবদল সদস্য সামশুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক আজাদ বাঙালী, বিএনপি নেতা জাকির হোসেন, নূর হোসেন, জমির উদ্দিন নাহিদ ও জিয়াউর রহমান জিয়াসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নি:শর্ত মুক্তির দাবী জানান।

পরে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণা র‌্যালী নগরীর তিনপোলের মাথা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২১ নং জামাল খান ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণকে প্রচারপত্র বিলি করে গণসংযোগ করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি হারুন জামান,নিয়াজ মোহাম্মদ খান, উপদেষ্টা জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, সহ সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চৌধুরী, ইসহাক চৌধুরী আলিম, মো. শাহ আলম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ডা. এস এম সরওয়ার আলম, হাজী নুরুল আকতার, আবদুল নবী প্রিন্স, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চকবাজার থানা বিএনপির সভাপতি সাইফুর রহমান বাবুল, নগর বিএনপির সহ সম্পাদকবৃন্দ মোঃ ইদ্রিস আলী, অধ্যাপক খোরশেদ আলম, এডভোকেট সেলিম উদ্দিন শাহিন, ওয়াহিদুল আলম, আবুল খায়ের ভূঁইয়া, ইসমাইল বাবুল, সালাহ উদ্দিন লাতু, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, সদরঘাট থানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, কাউন্সিলর জেসমিনা খানম, কাউন্সিলর ইসমাইল বালি, নগর ছাত্রদলের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গির আলম, নগর বিএনপির সদস্য মো. জাকির হোসেন, আলী ইউসুফ, ইউসুফ সিকদার, মনজুর কাদের মিন্টু, আলমগীর আলী, হামিদুর রহমান, সাহেদা বেগম, রেজিয়া বেগম মুন্নি, বিএনপি নেতা আকতার খান, এস এম মফিজ উল্লাহ, জামাল আহমেদ, মনজুর আলম মনজু, সৈয়দ আবুল বশর, জাহিদ উল্লাহ রাশেদ, সাদেকুর রহমান রিপন, জসিম মিয়া, সাব্বির আহমেদ, মো. আলমগীর, বেলায়েত হোসেন, আবু মহসিন চৌধুরী, নগর যুবদল সহ-সভাপতি মো. ইলিয়াছ, নাসিম চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল এর অসংখ্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন