মা-বাবাকে খুঁজছে পথ হারানো শিশু রবিউল

শিশু রবিউল ইসলাম

আট বছর বয়সী রবিউল ইসলাম। গায়ে হলুদ গেঞ্জি, পরনে নীল ফুল প্যান্ট। গায়ের রং শ্যামলা। কেউ সামনে এলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকছে শিশুটি।

মাঝে মধ্যেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। চোখের চাহনিতে মা-বাবার কাছে ফেরার প্রবল আকুতি।

পথ হারিয়ে মা-বাবার কাছে ফেরার জন্য মাঝে মধ্যেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে রবিউল।

সোমবার বিকেলে চাটমোহর রেলষ্টেশন এলাকা থেকে কান্নারত অবস্থায় তাকে উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে দেন স্থানীয়রা।

রবিউলের সাথে কথা বলে জানা গেছে, তার পিতা অটোচালক। পথ ভুল করে ট্রেনে চেপে সে চাটমোহর রেলষ্টেশনে এসে নামে। এর বাইরে সে কিছুই বলতে পারছে না।

এদিকে পথ হারানো শিশুটির পরিবারের সন্ধান চেয়ে ছবিসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় পোস্ট দেয় পুলিশ।

সন্ধান না পাওয়ায় রবিউলকে মঙ্গলবার আদালতের জিম্মায় দেয় থানা পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, ‘অনেক চেষ্টা করে রবিউল নামের ওই শিশুটির পরিবারের কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটিকে আদালতের জিম্মায় দেয়া হয়েছে।’

শেয়ার করুন