খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

খাগড়াছড়ি : বিএনপির নেতাকর্মীদের পুলিশি হয়রানি, বিভিন্ন স্থানে বিএনপির অফিস খুলতে বাধা, হুমকিসহ একাধিক অভিযোগ করে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ভুঁইয়া সংবাদ সম্মেলন করেছেন।

আরো পড়ুন : পতাকায় প্রাণ ভরে, পেটও ভরে

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকায় মিল্লাত চত্বরে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের অন্যায়, অত্যাচার, পুলিশি হামলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বিএনপির দলিয় অফিস খুলতে দিচ্ছে না, খুলতে গেলে নেতাকর্মীদের ওপর হামলা করছেন বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, আঃ রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাধারণ সমপাদক ইব্রাহীম খলিল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান প্রমুখ।

এসব অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রণ বিক্রম ত্রিপুরা বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বিএনপি এসব মিথ্যা বানোয়াট অভিযোগ করছে।