বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

.

‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে প্রথমবারের মতো পালিত হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস।

এরই আলোকে কক্সবাজারের চকরিয়ায় বুধবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়ছে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‍্যালীটি পৌরশহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুর আলমের সভাপতিত্বে ও উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হক সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.আতিক উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক প্রমূখ।

এদিন সকালে দিবসটি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।অনুষ্টান শেষে প্রধান অতিথি ২০১৮ সালে ডিজিটাল সেবায় অবদান রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ( মাল্টিমিডিয়া ক্লাস রুম) চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ ইউপি সচিব- ডুলাহাজারা ইউপি সচিব হুমায়ুন কবির, শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার- বরইতলী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শ্রেষ্ঠ উদ্যোক্তা- রূপম নাথ, ফাসিয়াখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার- তাবিনুল ইসলাম, শিমসন বাঢ়ে, মোরশেদুল ইসলাম সোহেল সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরষ্কার প্রদান করা হয়।