বিজয় দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা বুধবার (১২ ডিসেম্বর) বিকালে নাসিমভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবসে বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের
সামনে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ১৬ ডিসেম্বর সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী বের করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, উপদেষ্টা জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, সহ সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চৌধুরী, ইসহাক চৌধুরী আলিম, মো. শাহ আলম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ডা. এস এম সরওয়ার আলম, হাজী নুরুল আকতার, আবদুল নবী প্রিন্স, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চকবাজার থানা বিএনপির সভাপতি সাইফুর রহমান বাবুল, নগর বিএনপির সহ সম্পাদকবৃন্দ মোঃ ইদ্রিস আলী, অধ্যাপক খোরশেদ আলম, এডভোকেট সেলিম উদ্দিন শাহিন, ওয়াহিদুল আলম, আবুল খায়ের ভূঁইয়া, ইসমাইল বাবুল, সালাহ উদ্দিন লাতু, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, সদরঘাট থানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, কাউন্সিলর জেসমিনা খানম, কাউন্সিলর ইসমাইল বালি, নগর ছাত্রদলের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, নগর তাঁতীদল সভাপতি জাহাঙ্গির আলম, চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গির আলম, নগর বিএনপির সদস্য মো. জাকির হোসেন, আলী ইউসুফ, ইউসুফ সিকদার, মনজুর কাদের মিন্টু, আলমগীর আলী, হামিদুর রহমান, সাহেদা বেগম, রেজিয়া বেগম মুন্নি, বিএনপি নেতা আকতার খান, এস এম মফিজ উল্লাহ, জামাল আহমেদ, মনজুর আলম মনজু, সৈয়দ আবুল বশর, জাহিদ উল্লাহ রাশেদ, সাদেকুর রহমান রিপন, জসিম মিয়া, সাব্বির আহমেদ, মো. আলমগীর, বেলায়েত হোসেন, আবু মহসিন চৌধুরী, নগর যুবদল সহ-সভাপতি মো. ইলিয়াছ, নাসিম চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল এর অসংখ্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন