মালিক-চালকদের প্রতি গাড়ি চালানোর আহ্বান শাজাহান খানের

নৌমন্ত্রী শাজাহান খান-ফাইল ছবি

দুই দিনের পরিবহন ধর্মঘটে জনভোগান্তির পর সরকারের ‘আশ্বাস পাওয়ার কথা’ জানিয়ে যানবাহন মালিক ও শ্রমিকদের গাড়ি চালানো শুরু করার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বুধবার (১ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, ‘এখন থেকে যানবাহন চলাচলের জন‌্য মালিক ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করছি, মালিক ও শ্রমিকরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে গাড়ি চালানো শুরু করবেন এবং সারাদেশে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

এসময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন