সাংবাদিকদের মসিউর রহমান রাঙ্গা
রাজনৈতিক রং হঠাৎ পরিবহন ধর্মঘটে

মসিউর রহমান রাঙ্গা -ফাইল ছবি

ঢাকা : পরিবহন ধর্মঘটে কিছু মধ্যস্বত্বভোগী ঢুকে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাক মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

প্রতিমন্ত্রী বলেন, পরিবহন দুর্ঘটনার বিষয়ে একটা আইন আছে। কোনো রায় সেই আইনের বাইরে গেলেই শ্রমিকদের মনে কষ্ট হয়। তারা বিক্ষোভে ফেঁটে পড়ে। তাই সারা বাংলাদেশে ওইদিন রাততে তারা গাড়ি চালানো বন্ধ করে দেন। শ্রমিকরা চান যতদিন এ আইনে পরিবর্তন না আসে ততদিন ওই আইনেই সড়ক দুর্ঘটনার বিচার হোক। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ধর্মঘট প্রত্যাহারের জন্য। শ্রমিকেরাও রাজি হয়েছিলেন। এর মধ্যে ফাঁসির রায়ের খবর আসলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তখন আর আমাদের কিছু করার ছিল না। প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে এ ধর্মঘটকে কেন্দ্র করে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করে।

বুধবার (১ মার্চ) সচিবালয়ে পরিবহন ধর্মঘটের বিষয়ে এক বৈঠকশেষে তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওই বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গত সপ্তাহে মানিকগঞ্জের আদালতে রায়ের পর থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এর পর সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদণ্ড দেওয়ার পর শুরু হয় দেশজুড়ে আকস্মিক ধর্মঘট। রাজধানী ঢাকাসহ সারাদেশের জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ।

শেয়ার করুন