দক্ষিণ হালিশহরে মাদ্রাসা ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

দক্ষিণ হালিশহরে মাদ্রাসা ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানাধীন দঃ হালিশহর ওয়ার্ড (নারিকেল তলা) হক সাহেব রোডস্থ মোহাম্মদীয়া
হেফজখানা ও ইসলামিয়া ফোরখানীয়া মাদ্রাসা ভবনের পূনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ডিসেম্বর) দুপুরে বিশেষ দোয়া মাহফিল, ও মুনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান মেহমান বায়তুশ শরফের পীরসাহেব, বিশিষ্ট আলেমীদ্বীন হযরত আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন সাহেব।

বিশেষ দোয়া মাহফিল ও মাদ্রাসা ভবনের উদ্বোধনী সভার সভাপতি আলহাজ্ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানের আরো অতিথি ছিলেন-আলী শাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃরফিকুল ইসলাম, দারুস সালাম জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃজিয়াউল হক নোমানী,স্বাগত বক্তব্য রাখেন-হক সাহেব জামে মসজিদের খতিব,প্রবীন আলেম আলহাজ্ব মাওলানা মোঃইলিয়াছ সাহেব।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন-হক সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃইউনুছ,পরিচালনা কমিটির অর্থসম্পাদক হাজী মোঃ সিরাজুল হক,যুগ্ন সম্পাদকহাজী মোঃআইয়ূব,সদস্য হাজী মোঃআলী, হাজী মোঃ শুক্কুর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মসজিদ ও ফোরখানীয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান মেহমানের আলোচনায় বক্তব্য রাখেন বায়তুশ শরফের পীরসাহেব, বিশিষ্ট আলেমীদ্বীন হযরত আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন। তিনি বলেন, সকল ভালো কাজে আল্লাহ-রাসূল(সাঃ) নামে স্মরণ করলে সেই কাজ শতভাগ সফলকাম হবেই।আর নৈতিক সামাজিক উন্নয়ন মূলক কাজে সর্ব মহলের সহায়তা থাকলে এগিয়ে যাই মহৎকাজ। আসুন দ্বীনের কাজে সবাই আত্ম-নিয়োগ করি (আমিন)।

শেয়ার করুন