পরিবহন ধর্মঘট, নেপথ্যে মন্ত্রীর মদদ : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ছবি

পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ জোগাচ্ছেন তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। আজকে এভাবে একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মানুষের দুর্ভোগ পোহাচ্ছে। সম্পূর্ণ ব্যক্তি ও দলীয় স্বার্থে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মাধ্যমে গোটা দেশকে ধ্বংস করেছে। সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। বুধবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন।

২০০৯ সালে বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। কারণ কোম্পানিগুলো লাভ করছে, আমাদের ট্যাক্সদাতারা টাকা দিচ্ছে। কিন্তু তারা ২২.৭ ভাগ দাম বাড়িয়েছে। এ সময় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করায় আদালতকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব।

বিএনপি ক্ষমতায় গেলে খোলা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না। বলতে গেলেই গুম হয়ে যেতে পারে। কিন্তু একদিন সত্য চাপা থাকবে না। বিএনপি ক্ষমতায় গেলে আসল সত্য উদঘাটন করবে।

তিনি বলেন, যাদের বিচার হয়েছে, তাদের অনেকেই পিলখানায় ছিলেন না, কেউ সিলেটে, কেউ রাজশাহী, কেউ কুমিল্লায় ছিলেন। কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল, তাদের বিচার হয়নি। তারা পুনর্বাসিত হয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজান প্রমুখ। আলোচনাসভা সঞ্চালনা করেছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আলিমুল ইসলাম খান আলিম।

শেয়ার করুন