রাউজানে বিএনপি প্রার্থীকে ফজলে করিম চৌধুরী
অ ভাই! তুঁইও উগগা নৌকাত ভোট দিও

বিএনপির প্রার্থীর সঙ্গে কোলাকুলি করেন আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম : বিএনপি মনোনীত প্রার্থীকে ‘নৌকা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে তিনবার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। এবিএম ফজলে করিম চৌধুরী বিএনপি প্রার্থীর উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘অ ভাই! তুঁইও উগগা নৌকাত ভোট দিও।’ (ও ভাই! তুমিও একটি নৌকায় ভোট দিও।)

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাউজানের মোহাম্মদপুর গ্রামে মৌলভী হাফিজুর রহমান বিএবিটির ছেলে সালাহউদ্দিন মুহম্মদ সদরুলের জেয়াফতে দুই প্রার্থীর দেখা হলে এসব কথা বলেন ফজলে করিম। এ সময় দুই প্রার্থী হাসিমুখে হাত মেলান, কোলাকুলি করেন।

এ সময় ৭ নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ আবুল হাসান, এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী, সালাহউদ্দিন মুহম্মদ সদরুলের ভাই মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল, হেলাল উদ্দিন কামরুল, আবদুল জব্বার সোহেল, অ্যাডভোকেট দীপক দত্ত, যুবলীগ নেতা সুমন দে, সারজু মো. নাছের, স্বেচ্ছাসেবকলীগ নেতা শওকত হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএম ফজলে করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, রাউজানে বিএনপির প্রার্থী আছে। তারা গণসংযোগ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। মোহাম্মদপুরের একটি সামাজিক অনুষ্ঠানে দুইজনের দেখা হলো। কুশল বিনিময় করেছি। ভোট চেয়েছি।

তিনি আরো বলেন, বিএনপির প্রার্থী মাঠে থাকলেও রাউজানে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময় সারা দেশের মতো আমরা রাউজানে ব্যাপক উন্নয়ন করেছি। আশাকরি, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজানের আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সকালে সালাহ্উদ্দিন মুহম্মদ সদরুল নগরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শেয়ার করুন