কর্নফুলীর তীরে জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্ভোধন

কর্নফুলীর তীরে জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্ভোধন

চট্টগ্রাম : কারখানায় উৎপাদিত পণ্য প্রচারে ও প্রসারে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানী মেলা প্রশংসার দাবী রাখে। মেলা আয়োজন সময়েরও দাবী, আবাহনী মাঠের চেয়ে এখানে মেলা আয়োজন অনেক কার্যকর, অনেক খোলামেলা। ৪৭ বৎসরে আমরা অনেক এগিয়ে গেছি। গত ১০ বছরে দ্ররিদ্র অর্ধেকে নেমে এসেছে, আমরা গরীব দেশ নয়, এখন উন্নয়রশীল দেশ। বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত ও রাজনৈতিক বিপর্যয়ে মধ্যেও প্রাইভেট উদ্যোক্তরা ঝুঁকি নিয়ে বিনিযোগ করে সফল হচ্ছে।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন ফিরিঙ্গি বাজারস্থ মেরিনার্স রোড সংলগ্ন মাঠে ৫ম বারের মত আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানী মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রধান অতিথি বলেন, গণমাধ্যমে দেখা যায় মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে দিনশেষে দেখা যায়, এই সব মিল ফ্যাক্টরি প্রসার হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে বন্দর কতৃপক্ষের সদস্য (প্রকোশলী) খোন্দকার আকতার হোসেন বলেন,মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। অপারেশন জ্যাকপটে ১০১ জন সৈনিকের মৃত্যু হয়। অপারেশন জ্যাকপট স্মরণীয় করতে এখানে জাদুঘর ও স্বাধীনতা স্তম্ভ করা হবে যা সাভারের চেয়ে উঁচু হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি খলিলুর রহমান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মেলা কমিটির কনভেনার জনাব মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া পরিচালক মো: আব্দুল আউয়াল, শফিক উদ্দিন, ,এইচ. এম. হাকিম আলী, হাজী এম.এ. মালেক, ডব্লিউ আর.আই. মাহমুদ (রাসেল), দিদারুল আলম, জসিম উদ্দিন চৌধুরী, এম. সোলায়মান, এফসিএমএ এবং শোভন এম. সাহাবউদ্দিন (রাজ), জিএম, কর্পোরেট অ্যাফেয়ার্স, বিএসআরএম,সুলতানা শিরিন আকতার, হাজী মালেক প্রমুখ।

শেয়ার করুন