‌‌‌’ঐক্য প্রগতি উন্নয়নের মূল স্তম্ভ’

খাগড়াছড়িতে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, ঐক্য, প্রগতি, উন্নতির মূল স্তম্ভ। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। মতের পার্থক্য হতেই পারে কিন্তু দেশের সার্বিক উন্নয়নের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

বুধবার (১ মার্চ) জেলা প্রশাসক কার্যালয় হল রুমে এক পরিচিতি সভায় এসব কথা বলেন, নবনিযুক্ত জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে, সাংবাদিক জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ জেলাবাসীর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

খাগড়াছড়ি জেলার সমস্যা ও সম্ভাবনাসমূহকে উল্লে­খ করে বক্তব্য প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারীবৃন্দ আগামী দিনগুলিতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে প্রশাসনের গুরত্বপূর্ণ ভূমিকা পালনসহ সকলকে একযোগে কাজ করে যাওয়ার অভিমত ব্যক্ত করেন বক্তারা।

এসময় বক্তব্য রাখেন, সমাজকর্মী ধীমান খীসা, চেম্বার অব কমার্স’র পরিচালক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সনাক সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর সুধীন কুমার চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সমাজকর্মী হাজী মো. রফিক ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স প্রধান নির্বাহী কৃষ্ণলাল চাকমা প্রমুখ ।

শেয়ার করুন