অভিবাসী দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

.

কক্সবাজার : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অভিবাসীদের অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার শ্লোগানে কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

এলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো: নুরুল আবছার। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও নির্বাহি ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কৃত করা হয়। তাছাড়া প্রবাসী মেধাবী সন্তানদের চেক, প্রবাসে মৃত ব্যক্তির পরিবারদের অনুদানের চেক ও ওমানে মৃত সিরাজুল ইসলামের মৃত্যুজনিত ক্ষতিপুরণ প্রদান করা হয়।

শেয়ার করুন