সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধে ৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সুনামগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৪জন ও দিরাই উপজেলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির(৬২), ঘুঙ্গিয়ার গাঁও গ্রামের মৃত উমর আলীর ছেলে মোঃ জাকির হোসেন(৬২), শশারকান্দা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান(৭১), উজান গাঁও গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে তোতা মিয়া(৮০) এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মোঃ আব্দুল জলিলকে পুলিশ গ্রেফতার করে।

বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। ঢাকার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) বরকউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।