২৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে লাপাত্তা সীতাকুণ্ডের স্বর্ণ ব্যবসায়ী

লিটন পাল

সীতাকুণ্ডে প্রতিনিধি: সীতাকুণ্ড সদরের এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। ৯ ব্যবসায়ীর প্রায় ৬১ ভরি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সীতাকুন্ড সদরে দীর্ঘদিন ধরে মা-মনি জুয়েলার্স নামে স্বর্ণ ব্যবসা শুরু করে লিটন পাল। এ অবস্থায় সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে ক্রেতার কাছে বিক্রি করবে বলে নিউ আপন জুয়েলার্স, সুমন জুয়েলার্স, বাগদাদ জুয়েলার্স, শাহ আমানত, বন্ধু স্বর্ণ, মিমি জুয়েলার্স, নিউ সন্দ্বীপ জুয়েলার্স, নিউ সনি জুয়েলার্স ও লিজু জুয়েলার্স থেকে ৬১ ভরি স্বর্ণ নিয়ে লাপাত্তা হয়ে যায়।

পরে ব্যবসায়ীর হদিস না পেয়ে প্রশাসনসহ জুয়েলারী সমিতিকে অবহিত করে ভুক্তভোগী ব্যবসায়ীরা।

এ বিষয়ে সীতাকুন্ড পৌরসদর জুয়েলারী সমিতির সভাপতি মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। লিটন পাল কমিটির পদে থাকায় তাকে সকলে বিশ্বাস করত।’

তিনি আরো বলেন, ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যবসায়ীকে প্রশাসনের হাতে সোপর্দ করতে পরিবারের সদস্যদের বলা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।

শেয়ার করুন