ধর্মঘটকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে যান চলাচল স্বাভাবিক করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিবাদীদের প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১ মার্চ) এই আদেশ দেন। একইসঙ্গে আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে হারতাল, অবরোধ, ধর্মঘটের মতো কর্মসূচি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী তিন সপ্তাহের মধ্যে সড়ক, পরিবহন ও সেতু বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিজি র‌্যাব, বিআরটিসি ও বিআরটিএ- এর চেয়ারম্যান, আট বিভাগের ডিআইজি, সড়ক পরিবহন কর্মচারী ফেডারেশন ও খুলনা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ড্রাইভারের যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা অঘোষিত ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে সকালে হাইকোর্টে রিট আবেদন করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ।

উল্লেখ্য, ২০১১ সালে মানিকগঞ্জে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে রবিবার খুলনা বিভাগের দশ জেলায় ধর্মঘট শুরু করে চালক-শ্রমিকরা। সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক মীর হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেয়া হলে মঙ্গলবার থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।এই পরিবহন ধর্মঘটে সারাদেশে অচল হয়ে পড়ে। মানুষ পড়ে চরম ভোগান্তিতে। পরে বিষয়টি আদালতের নজরে আনা হয়। তবে ইতোমধ্যে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এসেছে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে।

শেয়ার করুন