রোহিঙ্গা শিবিরের এনজিও কর্মী ধর্ষন

ধর্ষন

কক্সবাজার: উখিয়া উপজেলা কুতুপালং ১১নং রোহিঙ্গা শরনার্থী শিবিরে সেভ দ্যা চিল্ড্রেন নামক একটি আন্তর্জাতিক সেবা সংস্থার কর্মীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষিতা তছলিমা বেগমের (১৭) মা বাদী হয়ে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) উখিয়া থানায় ৪ জনকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার মতে, নাইক্ষ্যংছড়ি জারালিয়ার ছুড়ি এলাকার মো. তৈয়ুবের মেয়ে তছলিমা বেগম চাকুরীর সুবাদে বালুখালী পশ্চিম পাড়া মকবুলের ভাড়া বাসায় ভাড়া থাকতো। সেই সূত্রে একই এলাকার দিদার হোসনের ছেলে ইমরান হোসেনর (২৪) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে উভয়ের মধ্যে অবৈধ শারিরীক সম্পর্ক গড়ে উঠে। বেশ কিছু দিন পরে বিষয়টি জানাজানি হওয়ার পর তছলিমার পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে শরিয়াহ মতে বিয়ের প্রস্তাব দিলে প্রেমিক ইমরান এতে অস্বীকৃতি জানায়। তবে এই বিষয়ে ইমরান পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের অভিযোগ দায়ের করার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ইমরানকে আইনের আওতায় আনার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।