ভোট থেকে সরে দাঁড়ালেন আ. লীগ নেতা পিয়ারুল

ভোট থেকে সরে দাঁড়ালেন আ. লীগ নেতা পিয়ারুল

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রার্থী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজ ভান্ডারী। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সদস্য পিয়ারুল ইসলাম। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে শুক্রবার থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

পিয়ারুল বলেন, “জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে বর্ধিত সভা ছিল। সেখানে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি।”

এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, কেন্দ্রের নির্দেশে স্থানীয় নেতাদের নিয়ে পিয়ারুল ইসলামের সঙ্গে কথা বলার পর তিনি কেন্দ্রের নির্দেশনা মেনে নিয়েছেন। পিয়ারুল ইসলাম ঘোষণা দিয়েছেন, কাল থেকে জোট মনোনীত প্রার্থী নজিবুল বশর মাইজ ভান্ডারীর পক্ষে কাজ করবেন।

শেয়ার করুন