প্রস্তুতি সভায় বক্তারা
শহীদ মিনারে পেশাজীবী-জনতার সমাবেশ ২৭ ডিসেম্বর

চট্টগ্রাম : মহানগর জুড়ে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের পেশাজীবী নেতৃবৃন্দ। আজ থেকে চট্টগ্রামের সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডকে সাথে নিয়ে গণসংযোগে মাঠে থাকছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের পেশাজীবীদের জাতীয় মোর্চা পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম।

আগামী ২৭ডিসেম্বর বেলা দুইটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নৌকা প্রতীকের পক্ষে হবে পেশাজীবী-জনতার সমাবেশ।এ উপলক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম-এর এক প্রস্তুতি সভা শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।

প্রফেসর ডঃ একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, নাট্যজন মোসলেম উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, সাবেক কাউন্সিলর নারী নেত্রী রেহানা বেগম রানু প্রমুখ।

সভায় নগরজুড়ে নৌকার পক্ষে গণসংযোগের প্রস্তুতি ও আগামী ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পেশাজীবী জনতার সমাবেশ সফল করতে কিছু প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে চট্টগ্রামের সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক আইনজীবী, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক-কর্মচারীসহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সর্বস্তরের সংগঠন-সমিতিসহ পেশাজীবী সংগঠনগুলোকে অংশগ্রহণের আহবান জানানো হয়।

শেয়ার করুন