তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে

গণসংযোগ করছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী গণসংযোগ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর দারুল ফজল মার্কেটের সামনে থেকে নগরীতে নির্বাচনের গণসংযোগ শুরু হয়।

বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা নগরীর রেয়াজউদ্দিন বাজার, লাভলেইন, কাজির দেউরী, দামপাড়া, জিইসি মোড়, ষোলশহর, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, জেলা পরিষদ মার্কেট, জহুর হকার্স মার্কেট ও নিউ মার্কেট এলাকা গণসংযোগে গিয়ে এলাকাবাসীর কাছে মুক্তিযুদ্ধের প্রতীক ব্যারিস্টার নওফেলের ‘নৌকা’ মার্কায় ভোট প্রদানের আহবান জানিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

নির্বাচনী গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’ মার্কায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ভোট দিয়ে নির্বাচিত করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে গণসংযোগে অংশ নেন- সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর পুত্র শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, সন্তান কমান্ডের মহানগর শাখার যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজিব, মো. সাজ্জাদ হোসেন, সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সচিব কামরুল হুদা পাভেল, বীর মুক্তিযোদ্ধার সন্তান রিপন চৌধুরী, পুলক বড়ুয়া, আব্দুল কাদের সবুজ, অ্যাডভোকেট আলী হায়দার, মো. শফিকুল মনির, মাইনুল আলম সৌরভ, মোশাররফ হোসেন, সৈয়দ ওমর, ওয়াসিফুল হক চৌধুরী, আরিফুল ইসলাম, গুল জান্নাত, আকলিমা আক্তার, শাহনাজ রিমা, কামরুন নাহার তারা, আরিফ হোসেন, কেয়া, আরিফা হক মিনতিপ, জান্নাতুল ফেরদৌস রুনা, মো. ফারদিন, মো. ইমরান হোসেন ও মো. মুন্না প্রমুখ।

শেয়ার করুন