ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, নিহত ২ পানছড়িতে

খাগড়াছড়ি : জেলার পানছড়িতে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ির পুজগাং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় চলছিল। এর আগে রোববার (২৩ ডিসেম্বর) রাতে ইউপিডিএফ ও জেএসএসের নেতাকর্মীরা একে অপরের বাড়িতে হামলা চালায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, পানছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও জেএসএসের নেতাকর্মীদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই গুলিবিনিময় কিংবা হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই বলতে পারেননি ওই কর্মকর্তা।