নিরাপত্তা সম্মেলনে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার
‘নির্বাচনে দুস্কৃতিকারীদের কোন সুযোগ দেয়া হবে না’

নিরাপত্তা সম্মেলনে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার

শংকর চৌধুরী: পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর জোনে এই নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, জোনের ভারপ্রান্ত উপ-অধিনায়ক মেজর মোঃ সোহেল আলমসহ জোনের সকল অফিসারবৃন্দ, সদর ও পানছড়ি থানার ভারপ্রান্ত কর্মকর্তা, সদর ও পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান, ভাইবোনছড়া, গোলাবাড়ি, পেরাছড়া, লতিবান, উল্টাছড়ি ও পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদর ও পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের
প্রতিনিধি এবং খাগড়াছড়ি সদর জোনের সকল স্ট্রাইকিং ফোর্সের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

এতে জোনের আওতাধীন এলাকায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি বলেন, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুস্কৃতিকারীদের কোন প্রকার সুযোগ দেয়া হবে না। এছড়াও তিনি নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপস্থিত সকল কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে সেনাবাহিনীকে সার্বিক সহযোগীতা করার জন্য আহবান জানান।

শেয়ার করুন