রামুতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

খুনিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল আবেদিন

কক্সবাজার: রামুর খুনিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল আবেদিনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতবস্থায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদিনকে সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে মৃত গুরা মিয়ার পুত্র বদিউজ্জামান বদুর নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে।

এ হামলায় বদুর সহযোগী ছিলেন মৃত আশরাফুজ্জামানের পুত্র সিরাজুল ইসলাম, আবদুর রহিম, মুত আকবর আহমদের পুত্র জিয়াউল হক, মৃত মোস্তাক আহমদের পুত্র জাকির হোসেন, জাকির হোসেনের পুত্র ইসমাইল, নাহিদ ও মনিরুজ্জামানের পুত্র আনোয়ারুল ইসলাম।

অভিযোগ রয়েছে, বদুর নেতৃত্বে এলাকায় একটি অপরাধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এরা মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। এদের কর্মকান্ডে বাঁধা দিতে গিয়ে দুই দফা হামলায় জয়নালকে কুপিয়ে জখম করা হয়েছে।

এ ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে। ইউএনও, থানা ওসি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি অবগত রয়েছে। রামু থানার এস.আই মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।