বহুদলীয় নির্বাচনে এক দলের পক্ষ নিয়েছে পুলিশ : নোমান

বহুদলীয় নির্বাচনে এক দলের পক্ষ নিয়েছে পুলিশ : নোমান

চট্টগ্রাম: পুলিশ সদস্যরা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী। ওরা আমাদের ভাই। অথচ পুলিশকে সরকার আমাদের বিপক্ষে ব্যবহার করছে। বহুদলীয় নির্বাচনে এক দলের পক্ষ নিয়ে কাজ করছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে এ অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম- ১০ আসনে প্রার্থী আবদুল্লাহ আল নোমান।

পুলিশ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে নোমান বলেন আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিবেন না। সরকার আসবে, যাবে কিন্তু আপনারা আপনাদের অবস্থানে থাকবেন। জনগণ বিএনপির সঙ্গে আছে। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারও নেই।

আইনজীবি ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহবায়ক অ্যাড. লোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সহ-সভাপতি অ্যাড. আব্দুস সাত্তার, অ্যাড. মফিজুল হক ভূইয়া, অ্যাড. আবদুল সাত্তার সারোয়ার, অ্যাড. বদরুল আনোয়ার, আইনজীবি ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাড. জহুরুল আলম, আইনজীবি ফোরাম নেতা অ্যাড.. এনামুল হক, অ্যাড. এস ইউ নুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন