হাতীবান্ধায় বিএনপি’র ৭৯ নেতা-কর্মী আটক

হাতীবান্ধায় বিএনপি’র নেতা-কমী আটক

লালমনিরহাট: হাতীবান্ধায় বিএনপি’র নির্বাচনী সভা থেকে ৭৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ-বিজিবি। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপরে তাদের ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকায় আমিন হোসেনের বাড়ীতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নির্বাচনী সভায় মিলিত হয় স্থানীয় বিএনপি’র বেশ কিছু নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ও বিজিবি’র একটি দল ওই সভায় অভিযান চালায়। পরে তাদের আটক করে হাতীবান্ধায় থানায় নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, কোনো কারণ ছাড়াই নির্বাচনী সভায় অভিযান চালিয়ে পুলিশ ও বিজিবি বিএনপি’র ৭৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, গোপন বৈঠকের সময় ৭৯ জন বিএনপি’র নেতা-কর্মীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

শেয়ার করুন