নির্বাচনী জনসভায় সংঘর্ষে ১জন নিহত রামুতে

নির্বাচনী জনসভায় সংঘর্ষে ১জন নিহত রামুতে

বান্দরবান : জেলার নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তাজউদ্দিন রাসেল নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তাজ উদ্দিন রাসেল রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনদিন আগে দুবাই থেকে এসেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনায় উভয় পক্ষের আরো পাঁচজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীকাটা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোক্তার আহমদকে মহাজোটের প্রার্থীকে জোরালেভাবে সমর্থন জানিয়ে বক্তৃতা করার জন্য সভার আয়োজকেরা অনুরোধ জানায়। কিন্তু মাওলানা মোক্তার আহামদ তাঁর বক্তৃতায় কৌশলে মহাজোটের প্রার্থীকে সমর্থন না জানিয়ে বক্তৃতা শেষ করেন। এতে আওয়ামী লীগ নেতারা চরম ক্ষুব্ধ হয়ে মাওলানা মোক্তার আহামদকে চরম নাজেহাল করে। পরে দু’পক্ষ বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে কে বা কারা গোলগুলি করে। পরে ঘটনাস্থলের কিছু দুর রাস্তায় পড়ে থাকা তাজউদ্দীন রাসেলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া পথে রাত ১০ টার দিকে মারা যায়।

কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লবা কর্মকার জানান, মৌলভির কাটায় নৌকার প্রার্থী সায়মুম সরোয়ার কমলের পুর্ব নির্ধারিত নির্বাচনী মিটিং চলাকালে এক পর্যায়ে কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মৌলনা মোক্তার আহম্মদ বক্তব্য প্রদানকালে, তিনি বলেন আপনারা আপনাদের পছন্দের পার্থীকে ভোট দিবেন বলে বললেই, সভায় হট্টোগোল লেগে যায়। এতে কে বা কারা ফাকাঁ গুলি ছুটে। এ ব্যাপারে তৎক্ষানিক গর্জনিয়া বাজারে নির্বাচনী জনসভায় রামু ককসবাজার-৩ আসনের নৌকার প্রার্থী সায়মুম সরোয়ার কমল জানান, সাবেক চেয়ারম্যান মৌং মোক্তার আহম্মদের নির্দেশে রাসেলকে হত্যা করা হয়েছে। তিনি এ ব্যাপারে বিচার দাবী করেছেন।

ঘটনার বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি মোঃ আলমগীর রাসেল নিহতের সত্যতা নিশ্চিত করেন। রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে বিস্তারিত পরে জানাবেন বলে জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।