চট্টগ্রামে ১৩ সিআইপি, সারাদেশে ১৬৪ জন

চট্টগ্রাম : এবার সারাদেশে রপ্তানি বাণিজ্যে অবদানে স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) এ্যাওয়ার্ড পেলেন ১৬৪ জন ব্যবসায়ী। এর মধ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের প্রতিনিধি হিসেবে এফবিসিসিআই এর পরিচালক এম এ ছালামসহ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ১৩ জন বিশিষ্ট ব্যবসায়ী এবার সিআইপি এ্যাওয়ার্ড পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ২০১৩ সালের জন্য তাঁদের নির্বাচিত করেছে।

২৭ ফেব্রুয়ারী (সোমবার) রাজধানীর একটি হোটেলে সিআইপি-২০১৩ কার্ড বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা ও এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

রপ্তানিতে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ১২৫ জন ব্যবসায়ী ও পদাধিকারবলে এফবিসিসিআইয়ের ৩৯ জন পরিচালককে সিআইপি কার্ড দেওয়া হয়। সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস পাবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসনে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন।

চট্টগ্রামের ১৩ সিআইপি :
নীটওয়ার খাত : আলহাজ খলিলুর রহমান, চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর, কেডিএস গ্রুপ। গওহার সিরাজ জামিল, ব্যবস্থাপনা পরিচালক, ফোর এইচ ফ্যাশন লিমিটেড। অঞ্জন শেখর দাশ, আর.এস.আই এ্যাপারেলস লিমিটেড। সৈয়দ মোঃ আব্দুল হাই, ব্যবস্থাপনা পরিচালক, মাইলস ফেব্রিক্স লিমিটেড। এম মোঃ জালাল উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ক্লিপটন গ্রুপ ।

এগ্রোপ্রসেসিং খাত : আবদুল মোতালেব, চেয়ারম্যান, কিষোয়ান গ্রুপ।

ওভেন গার্মেন্টস খাত : মুজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট জিন্স লিমিটেড। মো. নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, প্যাসিফিক জিন্স লিমিটেড। রতন কুমার দত্ত, ব্যবস্থাপনা পরিচালক, জিন্স এক্সপ্রেস লিমিটেড।

হিমায়িত খাদ্য খাত : ইকবাল আহমেদ (ওবিই), ব্যবস্থাপনা পরিচালক, সী-মার্ক (বিডি)। মো. আমিন উল্যাহ, ব্যবস্থাপনা পরিচালক, আর্ক সী ফুড লিমিটেড। কামরুল ইসলাম চৌধুরী (ওবিই), ব্যবস্থাপনা পরিচালক, দি কনসোলিডেটেড টি এন্ড ল্যান্ড কোং, ফিনলে হাউজ।

বিবিধ : হাবিব মো. আব্দুর রউফ, আল-হাবিব এন্টারপ্রাইজ, চট্টগ্রাম।

শেয়ার করুন