নৌকার প্রার্থী মোশারফের সাথে মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময় ও গণসংযোগ
স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

চট্টগ্রাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার হিঙ্গুলীস্থ বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’কে বিজয়ী করতে সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সন্তানরাসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেন ইঞ্জিনিয়ার মোশাররফ। পরে নেতৃবৃন্দ কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে ট্রাকে করে মিরসরাই সদর, বারৈয়ারহাট, হিঙ্গুলী ও আশপাশের এলাকায় ‘নৌকা’ প্রতীকের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ করেন। এসময় ভোটারের মাঝে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ছাপানো লিফলেট বিতরণ করা হয়।

মহাজোট প্রার্থীদের পক্ষে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের গণসংযোগ

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, সাংবাদিক দেবদুলাল ভৌমিক,
ফেরদৌস শিপন, রনজিত কুমার শীল, আহমেদ কুতুব, বিশ্বজিৎ পাল, হোসাইন জিয়াদ ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

নির্বাচনী গণসংযোগকালে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ দেশের অন্যান্য প্রার্থীদেরকে মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। একই সাথে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শেয়ার করুন