পুনঃনির্বাচনের দাবি কারাবন্দী বিএনপি প্রার্থীর স্ত্রীর

বিএনপি

নরসিংদী প্রতিনিধি : একাদশ সংসদ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন নরসিংদী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কারাবন্দী খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নরসিংদীর চিনিশপুরস্থ নিজ বাস ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান তিনি।

শিরিন সুলতানা জানান, এ বিষয়ে তিনি রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। এ সময় আবেদনের একটি ছায়ালিপি সাংবাদিকদের সরবরাহ করেন তিনি।

শিরিন সুলতানার অভিযোগ, এ নির্বাচনকে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে রাতের অন্ধকারে ভোট ডাকাতি, কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তার দাবি, নির্বাচন কর্মকর্তাদের জিম্মি করে রাতেই ৪০-৫০ শতাংশ ভোট নৌকা প্রতীকে দিয়ে ব্যালেট বাক্স ভরে রাখা হয়েছে। সকালে ধানের শীষের অনেক সমর্থক বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা ভোট দেওয়া শেষ বলে জানালে তারা ফিরে আসে। তিনি এই প্রহসনের নির্বাচন পরিহার করে পুন:নির্বাচনের দাবী জানান।

শেয়ার করুন