তামিমের মতো টাই বাঁধতে

তামিম ইকবাল

শীতে আমাদের দেশে অনেকেই ফরমাল পোশাক পরতে পছন্দ করেন। স্যুট-টাই পরলে অনেক বেশি স্মার্ট দেখায়। পরিপাটি ফিট-ফ্যাশনেবল পোশাকের সঙ্গে আমাদের ‍আত্মবিশ্বাসও বেড়ে যায়। আর এই সবই হয় যদি টাই-এর বাঁধনটি ঠিক থাকে। টাই সুন্দর করে বাঁধাটাও একটা আর্ট।

দেখে নিন সহজে কীভাবে টাই-এর নট বাঁধবেন:

• টাইয়ের দু’টি প্রান্ত থাকে। একটি সরু, অন্য প্রান্তটি চওড়া হয়। মাথায় রাখবেন, চওড়া প্রান্তটি সবসময় ওপরে থাকে। সরু প্রান্তটি ঢাকা থাকে তার নিচে।

• টাই বাঁধার জন্য প্রথমে সেটি ঘাড়ের ওপর থেকে সামনের দিকে ঝুলিয়ে দিন। সরু প্রান্তটি থাকবে বাঁদিকে আর চওড়া প্রান্তটি থাকবে ডানদিকে।

• এবার চওড়া প্রান্তটি গলার কাছে থাকা সরু প্রান্তের ওপর দিয়ে ঘুরিয়ে নিচে আনুন। দেখবেন একটা ফাঁস তৈরি হয়।

• একইভাবে আরও একবার সরু অংশের ওপর দিয়ে ঘুরিয়ে ফাঁসের নিচ দিয়ে ঢুকিয়ে থুতনির দিকে টানুন।

• এবার তৈরি হওয়া ফাঁসের মধ্যে দিয়ে গলিয়ে হালকা করে টেনে দিন। এইতো আপনি টাই বেঁধে ফেলেছেন।

আপনার রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় এমন যেকোনো রঙের টাই পরতে পারেন। দেশের সব শপিং সেন্টারেই টাই পাওয়া যায় দাম ৩০০ টাকা থেকে শুরু।

শেয়ার করুন