মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

রবার্ট মিলার (বামে) ও মির্জা ফখরুল। ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এরশাদের

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন