শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো খাগড়াছড়ি সড়ক বিভাগ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সড়ক ও জনপথ বিভাগের-চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ।

পাহাড়ের সড়ককে সচল রাখার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্তস্থাপন করেছে খাগড়াছড়ি সড়ক বিভাগ।

“সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা” এ স্লোগানকে সামনে রেখে প্রত্যন্ত এলাকার গরিব শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে তাদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ।

শুক্রবার (৪ জানুয়ারি) পৌষের কনকনে শীত আর কুয়াশা মোড়ানো সকালে খাগড়াছড়ি জেলা সদরের দুর্গম কৃপারোয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ছোট গাছবান, কৃপারোয়াজা পাড়া, কাইল্যা পাড়া, মাইতে পাড়া, ৯ মাইল হালাপাড়া ও ৮ মাইল মন্দির এলাকার ১শ ২৫ গরিব পরিবারের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ।

এসময় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা ও সহকারী প্রকৌশলী মোঃ সাহাব উদ্দিন ছাড়াও খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীবৃন্দসহ সড়ক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছয় মাসের শিশুকে কোলে নিয়ে কম্বল নিতে আসা শ্রাবনী ত্রিপুরা বলেন, এ কম্বলে আমার সন্তানের শীত দূর হবে। খুশিতে আত্মহারা এ নারী বলেন, আমাদের ছোট্ট ঘরে এখন উষ্ণতা ছড়িয়ে পড়বে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের এমন ভিন্নধর্মী উদ্যোগের বিষয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজচাকমা বলেন, আমরা পাহাড়ের সড়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পাহাড়ের শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি। মানব কল্যানে আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে তিনি এলাকার দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান।

উল্লে­খ্য, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অনুদান থেকে মহৎ এ কাজের ব্যয় সংস্থান করা হয়েছে।