মন্ত্রিসভায় কক্সবাজার থেকে শেষ হাসি কার!

বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, খোরশেদ আরা হক, সাংসদ জাফর আলম ও আশেক উল্লাহ রফি।

আনোয়ার হাসান চৌধুরী (কক্সবাজার) : বিজয়রের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এসেছে। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সোমবার মন্ত্রিসভার শপথ। এমন সময়ে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে এবং চায়ের টেবিলে ঝড় উঠছে নতুন মন্ত্রিসভায় কক্সবাজার থেকে চমক আসছে। এবার একজন পুর্ণ বা প্রতিমন্ত্রি এবং একজন টেকনোক্রেট মন্ত্রি হতে পারেন। সত্যিই কি তাই? পর্যটন নগরি হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রাধিকার অনেক উন্নয়ন প্রকল্প কক্সবাজারে চলমান রয়েছে। এসব দেখভালসহ সার্বিক উন্নতিতে কক্সবাজারের একজন যোগ্য মানুষকে মন্ত্রি হিসেবে দেখতে চান কক্সবাজারবাসি। পাশাপাশি একজন টেকনোক্রেট মন্ত্রিও। কে আসবেন মন্ত্রিসভায় এবার। কে হবেন টেকনোক্রেট কোটায় মন্ত্রী।

আরো পড়ুন : মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

মন্ত্রী হিসেবে কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক আসতে পারেন। অপরদিকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে উঠে আসছে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন জয়বাংলা বাহিনী৭১ এর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হকের নাম। এই কোটায় মন্ত্রী হতে পারেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী! কক্সবাজাবাসি সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন রাজনীতিকদের মন্ত্রিসভায় অগ্রাধিকার এবং মূল্যায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত আহবান করেন।