হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি ঘর, নগদ টাকা পুড়ে ছাই

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি ঘর পুড়ে ছাই। ছবি : হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসত ঘর নগদ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে। এতে নি:স্ব হয়ে গেছে ৭ পরিবার। বুধবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার এ অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধলক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকান্ড সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের কার্যক্রমে শুরু করে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে ভস্মিভূত হয় ৭টি বসতঘর। এতে ৭ পরিবার নি:স্ব হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন আবদুল মতিন, আবদুল রহিম, মো. ফিরোজ, কবির আহম্মদ, জেবল হোসেন, আবুল হোসেন ও নুরুল ইসলাম মেম্বার। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারের প্রায় ৩০ জন সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মতিন ও ফিরোজের জানান, তাদের নগদ ১লক্ষ ৭০ হাজার নগদ টাকা, স্বংর্ণংকার, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে তাৎক্ষনিকভাবে ২টি করে কম্বল বিতরণ করেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

শেয়ার করুন