চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হলে ১০ লক্ষ টাকা জরিমানা

দুই বাংলার রোগীদের জন্য কঠিন বিল পাস : দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, ধর্ষণ ও অ্যাসিড হামলার ক্ষেত্রে আর্থিক সংস্থান না দেখে চিকিৎসা করতে হবে। টাকা না থাকলে দেহ আটকে রাখা যাবে না। এমনকি টাকার অভাবে জীবনদায়ী ওষুধ কিংবা চিকিৎসা বন্ধ করা যাবে না। অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে খরচ বাড়ানো যাবে না।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

কলকাতা : দুই বাংলার রোগীদের জন্য কঠিন বিল পাশ করাবে মমতা সরকার। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের বড় বড় বেসরকারি হাসপাতালে রাজ্যটির রোগীদের সঙ্গে বিরাট সংখ্যক রোগী চিকিৎসা করান।

দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার নামে সর্বশান্ত হচ্ছিল রোগীর পরিবার। গত মাসের তৃতীয় সপ্তাহে প্রথমে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষদের নিয়ে বৈঠকে প্রথমে কড়া বার্তা দেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বিল সংশধোন করে কড়া আইনের আওতায় আনতে চলেছেন বেসরকারি হাসপাতালগুলোকে। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার (৩ মার্চ) ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল পেশ করা হবে পশ্চিমবঙ্গের বিধান সভায়।

বিলে রয়েছে-চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যু হলে ন্যূনতম জরিমানা হবে ১০ লক্ষ টাকা। চিকিৎসায় গাফিলতির কারণে সামান্য ক্ষতি হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং চিকিৎসায় গাফিলতির জেরে বড় ক্ষতির ক্ষেত্রে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

ওই বিলে বলা হয়েছে, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, ধর্ষণ ও অ্যাসিড হামলার ক্ষেত্রে আর্থিক সংস্থান না দেখে চিকিৎসা করতে হবে। টাকা না থাকলে দেহ আটকে রাখা যাবে না। এমনকি টাকার অভাবে জীবনদায়ী ওষুধ কিংবা চিকিৎসা বন্ধ করা যাবে না। অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে খরচ বাড়ানো যাবে না বলেও বিলে উল্লেখ রয়েছে।

ক্লিনিকেল এস্টাবলিশমেন্ট বিল অনুযায়ী, প্যাকেজের ওপর বাড়তি খরচ চাপানো যাবে না। বিধি অমান্যে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে পারবে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন।

অভিযোগ প্রমাণে, কমিশন ফৌজদারি মামলা এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। কমিশনের নির্দেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে যাওয়া যাবে না। কোনো আদালত কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দিতে পারবে না বলে উল্লেখ রয়েছে বিলে।

অ্যাপোলো থেকে রূপালি বসুর ইস্তফা
এদিকে এক বিবৃতি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তৃপক্ষের চাপে পূর্বাঞ্চলীয় শাখার অধিকর্তার পদ থেকে ইস্তাফা দিয়েছেন রূপালি বসু। সঞ্জয় রায়ের মৃত্যু থেকে একের পর এক ঘটনায় নিশানায় অ্যাপোলো হাসপাতাল। এমন পরিস্থিতিতে পূর্বাঞ্চলীয় ডিরেক্টরের পদ থেকে রূপালি বসুকে সরিয়ে দিল অ্যাপোলো কর্তৃপক্ষ ৷স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে মুখ্যমন্ত্রীর পরামর্শকে সম্মান জানিয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন তারা। তারই অংশ হিসেবে রূপালি বসুর ইস্তফা।

শেয়ার করুন