মৃত মানুষের সঙ্গে সেলফি

দক্ষিণ কোরিয়া এবার এমন একটি মোবাইল অ্যাপ নিয়ে আসছে, যার সাহায্যে মৃত আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলাসহ সেলফিও তোলা যাবে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এমন খবর জানাচ্ছে।

দেশটির ইলরোয়িস নামের এক কোম্পানির হাত ধরে আসছে এই অ্যাপ। এতে কাজ করা ইয়ুন জিন লিমের সঙ্গে বিবিসির প্রতিবেদক ক্রিস ফক্সের কথা হয়।

এসময় ইয়ুন জিন জানান, ইলরোয়িস আসলেই এমনসব অ্যাপ তৈরির চেষ্টা করে যাচ্ছে, যেখানে মানুষ অদ্ভুত কিছু ধারণার সন্ধান পেতে পারে।

তবে এই অ্যাপটি কবে বাজারে ছাড়া হবে বা ভোক্তারা এটি কিভাবে ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। বিবিসি।

শেয়ার করুন